Posts

'মই ভাড়া’ ২০ টাকা, ঝুঁকি নিয়ে ছাদে উঠছে বহু মানুষ

Image
 জীবনের ঝুঁকি নিয়ে প্রতি ঈদের মানুষের এমন বিপজ্জনক যাত্রা দেখা যায়। এবার নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলস্টেশনে দেখা গেল চিরচেনা সেই চিত্র। বাঁশের মই বেয়ে যাত্রীরা ট্রেনের ছাদে উঠছেন। তবে অবাক করা বিষয় হলো- এই ‘মই ভাড়া’ দিতে হচ্ছে যাত্রীদের। যা মই ভাড়া’ ২০ টাকা, ঝুঁকি নিয়ে ছাদে উঠছে বহু মানুষ যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ২০ টাকা করে আদায় করছেন মই সরবরাহকারীরা।   স্থানীয় বেশকিছু তরুণ-যুবক এই টাকা নিচ্ছেন। যাত্রীদের অভিযোগ করেন, রেলওয়ের লোকজনের অনুমতি বা সমঝোতা ছাড়া স্থানীয়রা এই কাজ করতে পারে না। যদিও চাষাড়া স্টেশন সংশ্লিষ্ট কেউ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। আজ রবিবার দুপুরে স্থানীয় কয়েকজন যুবককে মই নিয়ে প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। মই দিয়ে যাত্রীদের ছাদে উঠিয়ে দেওয়ার বিনিময়ে তারা জনপ্রতি ২০ টাকা করে আদায় করছেন। এবং চাষারা  নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রেলে উঠছেন।